মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ৩৭৫০ সেনা পাঠাচ্ছে পেন্টাগন
(last modified Mon, 04 Feb 2019 14:38:03 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ২০:৩৮ Asia/Dhaka
  • মার্কিন সেনা
    মার্কিন সেনা

মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ৩৭৫০ জন সেনা পাঠাচ্ছে আমেরিকা। দক্ষিণ-পশ্চিম সীমান্তে আগামী তিন মাস এসব সেনা সদস্য সীমান্ত বিষয়ক এজেন্টদের সহযোগিতা করবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন থেকে গতকাল (রোববার) একথা বলা হয়েছে।

অতিরিক্ত সেনা মোতায়েনের ফলে ওই সীমান্তে মার্কিন মোট সেনা সদস্যের সংখ্যা দাঁড়াবে ৪৩৫০। তারা কামস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্টদের কাজে সহযোগিতা করবে। কয়েকদিন আগে ডেমোক্র্যাট দলের একজন আইনপ্রণেতা বলেছিলেন, আমেরিকা ওই অঞ্চলে অতিরিক্ত ৩৫০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে। তার কয়েকদিন পরেই এ ঘোষণা দিয়েছে পেন্টাগন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর সঙ্গে সীমান্তকে একটি সঙ্কট হিসেবে দেখেন। তিনি তার বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়নে ওই প্রসঙ্গ টেনে আনেন। এছাড়া, সম্প্রতি মার্কিন সরকার পরিচালনায় যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, তার মূলে ছিল মেক্সিকো সীমান্তে তার বহুল আলোচিত দেয়াল নির্মাণ। তিনি দেয়াল নির্মাণকে বাদ রেখে অন্তর্বর্তী সঙ্কট সমাধানে বাজেট প্রণয়নে বা অর্থ পাওয়ার বিষয় মেনে নিতে পারছিলেন না।#

পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ