নরওয়ের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম বিমান ওড়াল রাশিয়া ও আমেরিকা
(last modified Mon, 01 Apr 2019 07:15:05 GMT )
এপ্রিল ০১, ২০১৯ ১৩:১৫ Asia/Dhaka
  • নরওয়ের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম বিমান ওড়াল রাশিয়া ও আমেরিকা

নরওয়ে সাগরের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম যুদ্ধবিমান উড়িয়েছে আমেরিকা ও রাশিয়া। দুই দেশ শীতল যুদ্ধের সময়কার পরমাণু অস্ত্র সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কে সৃষ্ট উত্তেজনার মধ্যে যুদ্ধবিমান ওড়ানোর এই ঘটনা ঘটল।

ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার পাঁচটি বি-৫২ বোমারু বিমান নরওয়ে সাগরের উপর দিয়ে উড়ে গেছে এবং এগুলো আইসল্যান্ডের আকাশসীমা পর্যন্ত টহল দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ সময় বি-৫২ বিমানগুলোর সঙ্গে নরওয়ের কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমানও প্রশিক্ষণে অংশ নেয়। নরওয়ে’র মতো ন্যাটো জোটের মিত্র দেশগুলোর সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি যাচাই করার লক্ষ্যে এ প্রশিক্ষণ দেয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে রাশিয়ার টিইউ-১৬০ এবং মিগ-৩১’সহ কয়েকটি কৌশলগত বোমারু বিমান চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো নরওয়ে সাগরের আকাশে টহল দিয়েছে। এসব বিমান ব্যারেন্ট সাগর থেকে শুরু করে নরওয়ে সাগরের আকাশ হয়ে ব্রিটেনের আকাশসীমা পর্যন্ত টহল দেয়।

রুশ বোমারু বিমানের এই টহল নিশ্চিত করে ন্যাটো জোটের মুখপাত্র মেজর এলিজাবেথ এইকল্যান্ড বলেছেন, “আমরা সেন্সর, রাডার ও যুদ্ধবিমানসহ বিভিন্ন পদ্ধতিতে রুশ বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করেছি।” তিনি আরো বলেন, রাশিয়ার বোমারু বিমান টানা দুই দিন ধরে নরওয়ের আকাশসীমার বাইরে যে টহল দিয়েছে তা ‘উত্তেজনাপূর্ণ বা অস্বাভাবিক’ ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতমাসে রাশিয়ার সঙ্গে ১৯৮০’র দশকে স্বাক্ষরিত মধ্যম-পাল্লার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি আইএনএফ-এ মার্কিন অংশগ্রহণ স্থগিত করেন। একইসঙ্গে তিনি আগামী ছয় মাসের মধ্যে এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ডিক্রি জারি করে ওই চুক্তিতে মস্কোর অংশগ্রহণ স্থগিত ঘোষণা করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/১