বেসামরিক মানুষ হত্যার জন্য আমেরিকাকে দুষলেন পোপ
(last modified Sun, 07 Apr 2019 10:28:26 GMT )
এপ্রিল ০৭, ২০১৯ ১৬:২৮ Asia/Dhaka
  • বেসামরিক মানুষ হত্যার জন্য আমেরিকাকে দুষলেন পোপ
    বেসামরিক মানুষ হত্যার জন্য আমেরিকাকে দুষলেন পোপ

ইয়েমেন, সিরিয়া ও আফগানিস্তানে বেসামরিক মানুষ হত্যার জন্য আমেরিকা ও ইউরোপকে দায়ী করেছেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

তিনি বলেছেন, “ধনী আমেরিকা ও ইউরোপ অস্ত্র বিক্রি করছে শিশু এবং সাধারণ মানুষ হত্যার জন্য।” গতকাল (শনিবার) ইতালির মিলান শহরের স্যান কার্লো ইনস্টিটিউটে বক্তৃতা করার সময় পোপ ফ্রান্সিস নজিরবিহীন এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে। 


তিনি জোর দিয়ে বলেন, “অস্ত্র বিক্রির বিষয় যদি না থাকতো তাহলে ইয়েমেন, সিরিয়া ও আফগানিস্তানে আমরা যুদ্ধ দেখতাম না। এসব যুদ্ধে নিহত প্রতিটি শিশুর মৃত্যুর জন্য, প্রতিটি পরিবার ধ্বংসের জন্য অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর দায় রয়েছে।”


আমেরিকা এবং ব্রিটেন ও ফ্রান্সের মতো ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলো সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করছে এবং তা দিয়ে ২০১৫ সালে রিয়াদ সরকার দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। কিছুদিন আগে ব্রিটিশ এনজিও সেভ দ্যা চিলড্রেন জানিয়েছে, বিদেশি বোমায় প্রতি মাসে ইয়েমেনে অন্তত ৩৭টি শিশু হতাহত হচ্ছে। একইভাবে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে বলদর্পী শক্তিগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক মানুষ হত্যায় ভূমিকা রেখে চলেছে।#   

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ