কলম্বিয়ার বিরুদ্ধে ভেনিজুয়েলার সেনাদের সতর্ক থাকতে মাদুরোর নির্দেশ
(last modified Thu, 05 Sep 2019 07:42:17 GMT )
সেপ্টেম্বর ০৫, ২০১৯ ১৩:৪২ Asia/Dhaka
  • সেনাদের সঙ্গে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
    সেনাদের সঙ্গে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কলম্বিয়ার বিরুদ্ধে তার দেশের সামরিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি কলম্বিয়া সীমান্তে ভেনিজুয়েলার সেনা মোতায়েন করার কথা বলেছেন যাতে কলম্বিয়ার পক্ষ থেকে কোনো ধরনের সামরিক হামলা হলে তা মোকাবেলা করা যায়।

মাদুরো বলেছেন, কলম্বিয়া প্রেসিডেন্ট ইভান ডুকে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নিলে তা যাতে মোকাবেলা করা যায় সেই জন্য জাতীয় সশস্ত্র বাহিনীকে সতর্ক রাখা হচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট বারবার ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের কথা বলেছেন। এছাড়া তিনি সম্প্রতি মাদুরোর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, ভেনিজুয়েলার সরকার কলম্বিয়ার গেরিলা আন্দোলন ফার্ককে সহযোগিতা দিচ্ছে। ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছেন কলম্বিয়া সরকার।

ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তার বলে আসছেন- কলম্বিয়ায় আবার নতুন করে গৃহযুদ্ধ শুরু হচ্ছে তাতে তারা দুঃখিত। তা সত্ত্বেও কলম্বিয়ার প্রেসিডেন্ট ভেনিজুয়েলার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন। তিনি মূলত আমেরিকার সমর্থক এবং মার্কিন সরকার ভেনিজুয়েলার বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছেন তাই তিনি অনুসরণ করে আসছেন। ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তারা মনে করেন, তাদের দেশকে অস্থিতিশীল করার জন্য কলম্বিয়ার প্রেসিডেন্টকে ব্যবহার করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৫