মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর লক্ষ্যে আরো সেনা পাঠাতে ট্রাম্পের সম্মতি
(last modified Sat, 21 Sep 2019 01:16:04 GMT )
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০৭:১৬ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সৌদি আরবের তেল স্থাপনায় গত শনিবারের হামলার জন্য আবারো ইরানকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরো বেশি মার্কিন সেনা পাঠিয়ে সৌদি আরবকে রক্ষা করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন।

এসপার শুক্রবার ওয়াশিংটনে মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ডানফোর্ডের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেন, সৌদি তেল স্থাপনায় হামলায় ব্যবহৃত অস্ত্র ইরানের তৈরি এবং এসব অস্ত্র ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়নি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো দাবি করেন, চারদিক দিয়ে কঠোরভাবে অবরুদ্ধ ইয়েমেনে সমরাস্ত্র পাঠাচ্ছে ইরান।

সৌদি তেল স্থাপনায় হুথি আন্দোলনের সমর্থনপুষ্ট সেনাবাহিনীর হামলার পর আগুন ধরে যায়

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত বুধবার রাতে সৌদি আরবের জেদ্দা সফরে গিয়ে কোনো দলিলপ্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করেন, সৌদি তেল স্থাপনায় ইয়েমেন থেকে হামলা চালানো হয়নি বরং ওই হামলা ইরান থেকে চালানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা এমন সময় তেহরানের বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছেন যখন সৌদ আরবের দু’টি তেল স্থাপনায় গত শনিবারের হামলার দায়িত্ব স্বীকার করেছে ইয়েমেনের সেনাবাহিনী। ওই বাহিনী বলেছে, ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার প্রতিশোধ নিতে তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২১                     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ