আরো একজন ইরানি জেনারেলকে হত্যার চেষ্টা করেছে আমেরিকা
(last modified Sun, 12 Jan 2020 14:54:16 GMT )
জানুয়ারি ১২, ২০২০ ২০:৫৪ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র হামলার পর জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়িতে আগুন ধরে যায়
    ক্ষেপণাস্ত্র হামলার পর জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়িতে আগুন ধরে যায়

ইরানের আরো একজন সামরিক কমান্ডারকে হত্যার ব্যর্থ চেষ্টা চালিয়েছে আমেরিকা। ইরাকের রাজধানী বাগদাদে যেদিন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে আমেরিকা হত্যা করে সেদিনই ইয়েমেনে তৎপর ইরানের কুদস ফোর্সেস শীর্ষ পর্যায়ের কমান্ডার আব্দুর রেজা শাহলাইকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা চালায় আমেরিকা।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট শুক্রবার বলেছে, ইরানি কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ইয়েমেনে তৎপর রয়েছেন এবং সৌদি আগ্রাসন থেকে ইয়েমেনকে রক্ষার কাজে হুথি আনসারুল্লাহ যোদ্ধা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনীকে সহযোগিতা করছেন।

জেনারেল সোলাইমানিকে সন্ত্রাসী কায়দায় হত্যার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প

এদিকে, নিউইয়র্ক টাইমস এক রিপোর্টে জানিয়েছে, মার্কিন প্রশাসন জেনারেল শাহলাইয়ের বিষয়ে তথ্য দেয়ার জন্য দেড় কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন প্রশাসন দাবি করছে, ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ২০১১ সালে হত্যা প্রচেষ্টায় কমান্ডার শাহলাই জড়িত ছিলেন। তবে, ইরান সবসময় এই অভিযোগ নাকচ করে এসেছে।

কুদস ফোর্সের এই কমান্ডারকে আমেরিকা যদি সত্যিই হত্যার প্রচেষ্টা চালিয়ে থাকে তাহলে এখন জেনারেল সোলাইমানির হত্যার বিষয়ে মার্কিন দাবি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। জেনারেল সোলাইমানি আমেরিকার বিরুদ্ধে বড় রকমের হত্যার পরিকল্পনা করেছিলেন বলে মার্কিন প্রশাসন যে দাবি করেছে তা এখন মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে বরং আমেরিকা কুদস ফোর্সের নেতৃত্ব ধ্বংস করতে চাইছে বলেই পরিষ্কার হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ