ইমপিচমেন্ট শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষী দেয়ায় দুই কর্মকর্তা বহিষ্কার
-
লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার ভিন্ডম্যান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের শোনানিতে সাক্ষী দেয়ার কারণে দুইজন সরকারি কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে- ওই দুই কর্মকর্তা ট্রাম্পের জন্য সবচেয়ে ক্ষতিকর সাক্ষী দিয়েছিলেন।
মার্কিন সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার ভিন্ডম্যান এবং ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ডকে গতকাল (শুক্রবার) বহিষ্কার করা হয়। ইম্পিচমেন্টের হাত থেকে মুক্তি পাওয়ার দুদিন পর প্রেসিডেন্ট ট্রাম্প ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন। ক্ষমতাসীন রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রেসিডেন্ট ট্রাম্প সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে ইমপিচমেন্টের হাত থেকে রক্ষা পান।

ভিন্ডম্যানের আইনজীবী জানিয়েছেন, বহিষ্কারের পর তাকে হোয়াইট হাউস থেকে এস্কর্ট দিয়ে বের করে দেয়া হয়। ভিন্ডম্যান মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের ইউক্রেন বিষয়ক একজন বিশেষজ্ঞ ছিলেন। তার আইনজীবী জানিয়েছেন, সত্য প্রকাশ করে দেয়ার জন্য ভিন্ডম্যানকে অফিস না করতে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে তদন্ত করার জন্য ইউক্রেন সরকারের উপর চাপ সৃষ্টি করেছিলেন। তিনি বলেছিলেন, বাইডেনের বিরুদ্ধে যদি ইউক্রেনের প্রেসিডেন্ট তদন্ত শুরু না করেন তাহলে আমেরিকা ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করে দেবে। তার এই চাপ সৃষ্টির তথ্য ফাঁস হয়ে গেলে ডেমোক্র্যাটরা এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নেন। এ প্রক্রিয়ায় ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে ইমপিচ করে কিন্তু সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনি চূড়ান্তভাবে বেঁচে যান।#
পার্সটুডে/এসআইবি/৮