সাক্ষ্য দেওয়া কর্মকর্তাদের বহিষ্কারের কঠোর সমালোচনা করলেন পেলোসি
(last modified Sun, 09 Feb 2020 09:22:57 GMT )
ফেব্রুয়ারি ০৯, ২০২০ ১৫:২২ Asia/Dhaka
  • পেলোসি
    পেলোসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের অভিশংসন শুনানিতে সাক্ষ্য দেওয়া কমকর্তাদের বহিষ্কারের কঠোর সমালোচনা করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ লজ্জাজনক।

তিনি এক বিবৃতিতে আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প চীরদিনের জন্য অভিশংসিত হয়েছেন। পেলোসি বলেন, সাক্ষ্য দেওয়ার কারণে কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে ট্রাম্প প্রকাশ্যে প্রতিশোধ নিয়েছেন। এর ফলে প্রমাণিত হয়েছে তিনি সত্য প্রকাশে ভয় পান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অভিশংসন শুনানিতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া দুই মার্কিন কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এ প্রতিক্রিয়া দেখালেন ন্যান্সি পেলোসি।

ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড ও হোয়াইট হাউসের ইউক্রেইন বিষয়ক অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ লেফটেনেন্ট কর্নেল আলেক্সান্ডার ভিন্ডম্যান শুক্রবার নিজেদের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ডল্যান্ড বলেছেন, প্রেসিডেন্ট তাকে প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তা শিগগিরই কার্যকর হবে বলে জানতে পেরেছেন তিনি। তার এ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ভিন্ডম্যানকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়। আলেক্সান্ডার ভিন্ডম্যানের জমজ ভাই ইয়েভগেনি ভিন্ডম্যান জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন; শুক্রবার তাকেও সামরিক বিভাগে ফেরত পাঠানো হয়েছে বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।

সিনেটে খালাস পাওয়ার পর বুধবার ট্রাম্প তার প্রশাসনে রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন। নভেম্বরে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে সন্ডল্যান্ড বলেছিলেন, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির হোয়াইট হাউস সফরে জন্য ট্রাম্প সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের দুর্নীতি তদন্ত শুরুর শর্ত দিয়েছিলেন।

বাইডেন চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়নপ্রত্যাশী। জেলেনস্কিকে দেওয়া এ শর্তে ট্রাম্প রাজনৈতিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ বিরোধীদের। ট্রাম্প তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে ডেমোক্র্যাটরা ট্রাম্পের অন্যায় পদক্ষেপের তদন্ত অব্যাহত রাখবে বলে জানা গেছে।#

পার্সটুডে/এসএ/৯

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ