সন্ত্রাসীদেরকে সীমান্ত পোস্ট ব্যবহার করতে দিয়েছে তুরস্ক: রাশিয়া
-
সিরিয়ায় তুরস্কের সামরিক সমাবেশ
রাশিয়া বলেছে, ২০১৮ সালে সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে তুরস্ক। সিরিয়ার ইদলিব প্রদেশের নিরাপদ অঞ্চলে তুর্কি সেনারা সন্ত্রাসীদেরকে নিজেদের সীমান্তবর্তী পর্যবেক্ষণ পোস্ট ব্যবহার করতে দিয়েছে বলেও অভিযোগ করেছে মস্কো।
আজ (বুধবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ এক বিবৃতিতে তুরস্কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আংকারা এবং পশ্চিমা কয়েকটি দেশ ইদলিব প্রদেশে সেনা সমাবেশ ঘটিয়ে অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বলেন, তুরস্ক সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে কিন্তু পশ্চিমা দেশগুলোর কেউই তা খেয়াল করছে না। তুরস্ক ইদলিবে প্রচুর অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি মোতায়েন করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, সন্ত্রাসীরা তুরস্কের পর্যবেক্ষণ পোস্টগুলো ব্যবহার করে সিরিয়াযর সরকারি সেনা এবং রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে নিয়মিতভাবে হামলা চালাচ্ছে। অথচ পশ্চিমা দেশগুলো সেখানে উদ্বাস্তুর ঢল নামার বিষয়ে ভুয়া উদ্বেগ প্রকাশ করছে।
এদিকে, আগামীকাল মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে ইদলিব প্রদেশে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হতে পারে বলে আশা করেছেন তুর্কি প্রেসিডেন্ট।#
পার্সটুডে/এসআইবি/৪