মার্চ ০৬, ২০২০ ১১:৩৪ Asia/Dhaka
  • আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা সেবা চলছে
    আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা সেবা চলছে

আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১২-তে পৌঁছেছে। এরমধ্যে রাজধানী ওয়াশিংটনে মারা গেছেন ১১ জন এবং ক্যালিফোর্নিয়ায় মারা গেছেন  একজন।

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নিশ্চিত করেছে যে, দেশে আরো ৫৩ জন রোগীকে সণাক্ত করা হয়েছে। আমেরিকার কলোরাডো, টেনেসি, টেক্সাস এবং স্যানফ্রান্সিসকো অঙ্গরাজ্যে প্রথমবারের মতো করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে।

বক্তব্য রাখছেন মাইক পেন্স

এদিকে, করোনাভাইরাস নিয়ন্ত্রণের বিষয়ে একক দায়িত্বপ্রাপ্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, আমেরিকায় করোনাভাইরাস পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণে টেস্ট কিট নেই। অথচ মার্কিন সরকার এর আগে বলেছিল, আমেরিকার প্রতিটি জনগণের টেস্ট করার জন্য কিট রয়েছে। গত মঙ্গলবার পেন্স বলেছিলেন, ডাক্তাররা মনে করলে আমেরিকার প্রতিটি নাগরিককে পরীক্ষা করা হবে।#

পার্সটুডে/এসআইবি/৬        

ট্যাগ