ট্রাম্পের করোনা পরীক্ষা সম্পন্ন, তাপমাত্রা স্বাভাবিক বলে দাবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ(শনিবার) বলেছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা জানার জন্য পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষার ফলাফল আগামী দুয়েক দিনের মধ্যে পাওয়া যাবে বলেও জানান তিনি।
শুক্রবার রাতে তার করোনা পরীক্ষা হয়েছে বলে হোয়াইট হাউজে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের জানান তিনি। তিনি আরও বলেন, তার তাপমাত্রা পুরোই স্বাভাবিক রয়েছে।

এদিকে, আজ ব্রিফিং কক্ষে ঢোকার আগে নজিরবিহীন ভাবে সাংবাদিকের তাপমাত্রা পরীক্ষা করেছেন হোয়াইট হাউজের কর্মকর্তা। গতরাতেই করোনাভাইরাস মোকাবেলায় আমেরিকাজুড়ে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। গতকাল বিকালে জরুরি অবস্থা জারির কারণ ব্যাখ্যা করতে যেয়ে ট্রাম্প বলেছিলেন, করোনাভাইরাসের কারণে মার্কিন জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ জন্যেই আনুষ্ঠানিকভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।
এ ছাড়া, আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে আজ ৫০’এ পৌঁছেছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার।
পার্সটুডে/মূসা রেজা/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।