করোনাভাইরাস মানবসৃষ্ট এবং চীনে এর উৎপত্তি: পম্পেও
(last modified Sun, 03 May 2020 23:21:03 GMT )
মে ০৪, ২০২০ ০৫:২১ Asia/Dhaka
  • করোনাভাইরাস মানবসৃষ্ট এবং চীনে এর উৎপত্তি: পম্পেও

চীনের গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তার পুনরাবৃত্তি করেছেন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পম্পেও বলেছেন, এই ভাইরাসটি মানবসৃষ্ট বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তিনি গতকাল (রোববার) আইবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “চীনের উহান শহরের একটি গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে যথেষ্ট দলিল-প্রমাণ রয়েছে।”

গত ডিসেম্বরের শেষ নাগাদ চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং পরবর্তীতে তা চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

মাইক পম্পেও আরো বলেছেন, “এখন পর্যন্ত সেরা বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন এই ভাইরাসটি মানবসৃষ্ট। তাদের এ বিশ্বাসকে প্রত্যাখ্যান করার কোনো  সুযোগ নেই।”

চীনের এই উহান শহর থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে

এর আগে ট্রাম্প গত বৃহস্পতিবার একই অভিযোগ উত্থাপন করে করোনার ব্যাপারে চীনের গৃহিত নীতির সমালোচনা করেন। ট্রাম্পের ওই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স’র পরিচালকের দপ্তর এক প্রতিবেদনে করোনাভাইরাসের ‘মানবসৃষ্ট হওয়ার তত্ত্ব’ প্রত্যাখ্যান করে। আমেরিকার ১৭টি সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থা এই দপ্তরের অধীনে কাজ করে। ওই দপ্তরের প্রতিবেদনের ব্যাপারে আইবিসি’র এক প্রশ্নের উত্তরে অবশ্য পম্পেও বলেছেন, “আমি গোয়েন্দাদের বিস্তারিত প্রতিবেদন পড়েছি এবং একথা বলার কোনো সুযোগ নেই যে, তারা ভুল করছেন।”

এদিকে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, চীন সরকার উহান শহরের করোনা পরিস্থিতির ভয়াবহতা গোপন রেখেছিল এই কারণে যাতে এই সুযোগকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী স্টোর করা যায়।চীন সরকার আমেরিকার এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে বেইজিং দাবি করছে, করোনাভাইরাস মোকাবিলায় আমেরিকার তুলনায় চীন অনেক বেশি সফলতার পরিচয় দিয়েছে।

চীনের সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে করোনাভাইরাসে মাত্র ছয় হাজার ৮০০ মানুষ নিহত হয়েছে। অথচ আমেরিকায় এ পর্যন্ত প্রায় ৬৯ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ