প্যাট্রিয়ট সরিয়ে নেয়ার সঙ্গে তেল সংকটের সম্পর্ক নেই: পম্পেও
(last modified Sun, 10 May 2020 00:04:23 GMT )
মে ১০, ২০২০ ০৬:০৪ Asia/Dhaka
  • ইয়েমেনে হুথি যোদ্ধারা দু’টি সৌদি তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পর সৌদি আরবে প্যাট্রিয়ট মোতায়েন করেছিল আমেরিকা
    ইয়েমেনে হুথি যোদ্ধারা দু’টি সৌদি তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পর সৌদি আরবে প্যাট্রিয়ট মোতায়েন করেছিল আমেরিকা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, সৌদি আরব থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সরিয়ে আনার সঙ্গে দু’দেশের মধ্যকার তেল সংকটের কোনো সম্পর্ক নেই। তিনি শনিবার এক বক্তৃতায় বলেছেন, বিষয়টিকে তেলের দাম হ্রাসের ব্যাপারে রিয়াদের ওপর ওয়াশিংটনের চাপ প্রয়োগ হিসেবে যেন দেখা না হয়।

তেল নিয়ে সৌদি আরবের সঙ্গে সম্প্রতি মার্কিন সরকারের যে টানাপড়েন তৈরি হয়েছে তা ধামাচাপা দেয়ার চেষ্টা করে পম্পেও বলেন, বহুদিন ধরে সৌদি আরবে প্যাট্রিয়ট মোতায়েন ছিল এবং এখন সময় হয়েছে সেগুলো প্রত্যাহার করার।

সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, আমেরিকা সৌদি আরব থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি বেশ কিছু সেনা প্রত্যাহার করে নিচ্ছে। পারস্য উপসাগরীয় অন্যান্য দেশ থেকেও কিছু মার্কিন সেনা সরিয়ে নেয়া হবে বলেও দৈনিকটি জানায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন কমিটির প্রধান ব্রায়ান হুক বলেছেন, প্যাট্রিয়ট প্রত্যাহার করা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে নিজের মিত্রদের নিরাপত্তা দিয়ে যাবে আমেরিকা।  

গত বছরের সেপ্টেম্বরে ইয়েমেনে হুথি যোদ্ধারা দু’টি সৌদি তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পর সৌদি আরবে প্যাট্রিয়ট মোতায়েন করেছিল আমেরিকা। ইয়েমেনের হুথি যোদ্ধারা তাদের দেশের ওপর গত কয়েক বছরের সৌদি সামরিক আগ্রাসনের প্রতিশোধ নিতে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের বুকাইক ও খুরাইস তেল শোধনাগারে ড্রোন হামলা চালায়।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ