তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবেন না: ফ্রান্সকে চীন
(last modified Thu, 14 May 2020 04:33:20 GMT )
মে ১৪, ২০২০ ১০:৩৩ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করার ব্যাপারে ফ্রান্সকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করলে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। বিশ্বের প্রায় সব দেশ ‘এক চীন নীতি’কে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বকে স্বীকার করে।

তাইওয়ান বেশিরভাগই আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে তবে ১৯৯১ সালে ফ্রান্সের কাছ থেকে ৬টি ফ্রিগেট কিনেছিল। এছাড়া, ১৯৯২ সালে ফ্রান্সের কাছ থেকে ৬০টি মিরেজ জঙ্গিবিমান কিনেছিল। এসব ঘটনায় চীন ফ্রান্সের ওপর ক্ষুব্ধ হয়। গতমাসে তাইওয়ান ঘোষণা করেছে, তারা ফ্রান্সের কাছ থেকে জাহাজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার যন্ত্রপাতি কিনবে।

মিরেজ জঙ্গিবিমান

গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তাইওয়ানের কাছে যেকোনো ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির বিরোধিতা করে তার দেশ। তিনি বলেন, “আমরা আশা করি এক চীন নীতি মেনে চলবে ফ্রান্স ও তাইওয়ানের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না।”

এদিকে, তাইওয়ান বলেছে তার প্রতিরক্ষা চাহিদা পূরণ করার জন্য ফ্রান্স থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছে তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলে নি।#

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ