ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার নীতি অব্যাহত থাকবে: আমেরিকা
(last modified Sat, 06 Jun 2020 05:42:18 GMT )
জুন ০৬, ২০২০ ১১:৪২ Asia/Dhaka
  • ব্রায়ান হুক
    ব্রায়ান হুক

ইসলামি প্রজাতন্ত্র ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেছেন, তেহরানের বিরুদ্ধে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা নীতি অব্যাহত থাকবে। গতকাল (শুক্রবার) তিনি এ মন্তব্য করেন।

ব্রায়ান হুক বলেন, পরমাণু কর্মসূচিসহ আরো কিছু ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য আমেরিকা এই নিষেধাজ্ঞার নীতি অব্যাহত রাখবে।

ডোনাল্ড ট্রাম্প

তিনি বলেন, “আমরা ইরানের বিরুদ্ধে প্রচলিত কোনো নিয়ম নীতি অনুসরণ করব না।” হুক আরো বলেন, আমেরিকা দেখতে চায় ইরান আলোচনার টেবিলে ফিরে এসেছে।

আমেরিকা গত তিন বছরের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি অনুসরণ করে আসছে। তার অংশ হিসেবে এসব কথা বললেন ব্রায়ান হুক। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার কঠোর চাপের নীতি অনুসরণ করছে।#

পার্সটুডে/এসআইবি/৬