ট্রাম্পকে এবারও সমর্থন দেবেন না বুশ
(last modified Sun, 07 Jun 2020 11:47:12 GMT )
জুন ০৭, ২০২০ ১৭:৪৭ Asia/Dhaka
  • বুশ (বামে) ও ট্রাম্প (ডানে)
    বুশ (বামে) ও ট্রাম্প (ডানে)

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন না সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে বুশ বলেছেন, মার্কিন জনগণ তার চিন্তাধারা সম্পর্কে অবহিত রয়েছে।

জর্জ ডাব্লিউ বুশের ছোট ভাই জেব বুশও রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ভোট দেবেন না বলে ইঙ্গিত দিয়েছেন।

২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মিট রমনি বলেছেন, ট্রাম্পকে তিনি সমর্থন দেবেন না।

ট্রাম্পের সঙ্গে বুশ পরিবারের বৈরি সম্পর্ক থাকায় ২০১৬ সালের নির্বাচনেও ট্রাম্পকে তারা সমর্থন দেননি। সে সময় বুশের বাবাও সরাসরি ট্রাম্পের বিরোধিতা করেছিলেন।

গত এক বছরের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে নেমে এসেছে বলে জরিপের ফলাফল প্রকাশিত হওয়ার পর এ খবর পাওয়া গেল।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট জো বাইডেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ