জুন ১৮, ২০২০ ১৯:০৪ Asia/Dhaka
  • মিশেল ব্যাচেলেট
    মিশেল ব্যাচেলেট

কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে কাঠামোগত বর্ণবৈষম্য ও সহিংসতা মার্কিন সমাজের আবহমান একটা বৈশিষ্ট্য। কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠি ওই বৈষম্যের বিরুদ্ধে তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে এলেও কোনো লাভ হয় নি।

আমেরিকার বিচার বিভাগের সহায়তায় পুলিশ কৃষ্ণাঙ্গদের ওপর যথারীতি সহিংসতা ও বিচিত্র বৈষম্য চালিয়েই যাচ্ছে। বিষয়টির ওপর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং প্রতিক্রিয়াস্বরূপ তারা মানবাধিকার পরিষদের জরুরি বৈঠক ডেকেছে। গতকাল জেনেভায় জাতিসংঘের সদর দফতরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে আমেরিকার শ্বেতাঙ্গ পুলিশ কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, উপ-মহাসচিবসহ মানবাধিকার কমিশনের পদস্থ নেতৃবৃন্দ এবং জর্জ ফ্লয়েডের ভাই।

আফ্রিকার দেশগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে মানবাধিকার পরিষদের অনুমোদনক্রমে ওই বৈঠকের আয়োজন করা হয়। জাতিসংঘ মানবাধিকারের হাই কমিশনার মিশেল ব্যাচেলেট বৈঠকে আমেরিকায় কৃষ্ণাঙ্গ বিরোধী পুলিশি পদক্ষেপের নিন্দা জানান। তিনি গভীর দু:খ প্রকাশ করে বলেন: আমেরিকার কাঠামোগত বর্ণবাদ যুগ যুগ ধরে চলে আসছে। বর্ণবাদী মার্কিন পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাশবিক কায়দায় হামলা চালাচ্ছে। র্বণবাদ বিরোধী সংখ্যালঘু কৃষ্ণাঙ্গদের ওপর এমনকি আফ্রিকান আমেরিকান এবং নেটিভদের ওপরও তারা নৃশংসতা চালাচ্ছে। এইসব বর্ণবাদী আচরণ রোধ করার লক্ষ্যে পুলিশ প্রশাসনে সংস্কার আনতে কার্যকর উপায় খুঁজে বের করার ওপর তিনি জোর দেন।

ফ্লয়েড হত্যাকাণ্ডকে ব্যাচলেট কাঠামোগত বর্ণবাদের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন: দাসপ্রথা ও উপনিবেশবাদ মোকাবেলায় ব্যর্থতাই এইসব বর্ণবাদী সহিংসতার নেপথ্য কারণ। বৈঠকে জর্জ ফ্লয়েডের ভাই ফ্লিওনেজ ফ্লয়েড তার ভাইকে পাশবিক কায়দায় হত্যা করায় গভীর দু:খ প্রকাশ করেন। কৃষ্ণাঙ্গদের ওপর আমেরিকার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বৈষম্যমূলক সহিংসতা বন্ধে তিনি জাতিসংঘের সাহায্য ও সহযোগিতার আবেদন জানান। তারই পরিপ্রেক্ষিতে মানবাধিকার পরিষদ আমেরিকায় চলমান অস্বাভাবিক পরিস্থিতি পরিবর্তনে সক্রিয় হবার মনোভাব পোষণ করেছে।

মানবাধিকারের দাবিদার আমেরিকার সমাজে বর্ণবাদ যে রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসেছে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টেন্ডাই আসিয়ুম তার কিছু নমুনা তুলে ধরে পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ