লিঙ্গ বৈষম্যের শিকার আমেরিকার বেশির ভাগ নারী: জরিপ
(last modified Sat, 30 Apr 2016 07:25:26 GMT )
এপ্রিল ৩০, ২০১৬ ১৩:২৫ Asia/Dhaka
  • লিঙ্গ বৈষম্যের শিকার আমেরিকার বেশির ভাগ নারী: জরিপ

আমেরিকার বেশির ভাগ নারী দেশটিতে ব্যক্তিগত ভাবে বৈষম্যের শিকার হচ্ছেন বলে নতুন এক মতামত জরিপ তথ্য উঠে এসেছে। এনবিসি/সার্ভেমনকি যৌথ ভাবে এ জরিপ পরিচালনা করেছে। এতে দেখা গেছে আমেরিকার ৫১ শতাংশ নারীই মার্কিন সমাজে লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছেন।

এতে আরো দেখা গেছে জাতিগত ভিত্তিতে রিপাবলিকান দলের চেয়ে ডেমোক্রেটিক দলের সমর্থকরা ২৩ শতাংশ বেশি বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন। অবশ্য রিপাবলিকান ৬২.২৩ শতাংশ নারী বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

এ ছাড়া, স্বতন্ত্র নারীদের মধ্যে ৪৬ শতাংশ পর্যায়ে ব্যক্তিগত লিঙ্গ বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন। অবশ্য মার্কিন নারীদের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের বিষয়টি ২০১৬ সালের দেশটির প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় অগ্রাধিকার পেয়েছে।#

মূসা রেজা/৩০

ট্যাগ