মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর যে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন সের্গেই ল্যাভরভ
(last modified Thu, 09 Jul 2020 04:08:41 GMT )
জুলাই ০৯, ২০২০ ১০:০৮ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

চীন ও রাশিয়াকে প্রতিহত করার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার যে বক্তব্য দিয়েছেন তাতে দুঃখ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেছেন, “পেন্টাগন যদি চীন ও রাশিয়াকে প্রতিহত করাকে নিজের প্রধান লক্ষ্য নির্ধারণ করে থাকে তাহলে আমেরিকার বর্তমান প্রশাসন কোন দর্শন অনুসরণ করছে তা সহজেই অনুমান করা যায়।” ল্যাভরভ বলেন, “এই দর্শন হচ্ছে নিজেকে ছাড়া আর সবাইকে আটকাও।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার

বিশ্বব্যাপী মার্কিন সেনা মোতায়েন ও সামরিক হুমকি-ধমকির বিষয়টি চেপে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্কি এসপার মঙ্গলবার দাবি করেন, ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া ও চীন সামরিক দিক দিয়ে আগ্রসনমূলক আচরণ করছে এবং এসব দেশকে প্রতিহত করতে হবে।

চীন ও রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে বিশেষ করে সামরিক শক্তির সঙ্গে চীনের অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে ওয়াশিংটন উদ্বেগের মধ্যে রয়েছে। আমেরিকা গত কয়েক দশক ধরে নিজের সামরিক শক্তি দিয়ে বিশ্বের ওপর মোড়লিপনা করে এসেছে। কিন্তু এখন সামরিক দিক দিয়ে আরো বহু দেশ দ্রুত আমেরিকার সমকক্ষ হয়ে ওঠায় মার্কিন প্রশাসনের ঘুম হারাম হয়ে গেছে। #

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ