চীন-আমেরিকা সম্পর্ক ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে: চীনা পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i81720-চীন_আমেরিকা_সম্পর্ক_ভঙ্গুর_অবস্থায়_পৌঁছেছে_চীনা_পররাষ্ট্রমন্ত্রী
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আমেরিকার সঙ্গে তার দেশের সাম্প্রতিক সময়ের উত্তেজনাকর পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ভঙ্গুর অবস্থা পৌঁছেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২০ ০৬:৫৫ Asia/Dhaka
  • চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আমেরিকার সঙ্গে তার দেশের সাম্প্রতিক সময়ের উত্তেজনাকর পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ভঙ্গুর অবস্থা পৌঁছেছে।

তিনি গতকাল (শুক্রবার) এক বক্তব্যে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ককে অত্যন্ত জটিল বলেও আখ্যায়িত করেন। দু’দেশের সম্পর্কের এই অবনতির পুরো দায় আমেরিকার বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার চেংদুতে অবস্থিত এই মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয় চীন

আমেরিকা ও চীনের মধ্যে যখন কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে  রয়েছে তখন এসব কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গত মঙ্গলবার হিউস্টনে অবস্থিত চীনা কনস্যুলেটবন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গতকাল (শুক্রবার) চীনের চেংদু শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিয়েছে বেইজিং। এর ফলে দু’দেশের সম্পর্কের উত্তেজনা চরমে পৌঁছে।#      

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।