ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
(last modified Mon, 27 Jul 2020 10:26:41 GMT )
জুলাই ২৭, ২০২০ ১৬:২৬ Asia/Dhaka
  • ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। রোববার রাতে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, সীমান্তরেখা দিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পর ভারতের ওই গোয়েন্দা ড্রোনটিকে ধ্বংস করা হয়।

আইএসপিআর দাবি করেছে, তারা চলতি ২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। গত মে মাসেও পাক সামরিক বাহিনী ভারতের অন্তত দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।

সীমান্তের ভেতরে গোয়েন্দা ড্রোন পাঠানোর ঘটনাকে বিদ্যমান রীতিনীতি এবং আকাশ প্রতিরক্ষা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কাশ্মীরের সীমান্ত রেখা বরাবর মাঝে মধ্যেই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।  #

পার্সটুডে/এসএ/২৭
 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।