ঈদ উপলক্ষে তালেবানের ৩০০ বন্দিকে মুক্তি দিলো আফগান সরকার
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আফগান সরকার গত শুক্রবার তালেবানের আরো ৩০০ বন্দিকে মুক্তি দিয়েছে। তালেবানের সঙ্গে সই হওয়া একটি চুক্তির আওতায় এ পর্যন্ত আফগান সরকার ৪,৯০০ বন্দিকে মুক্তি দিল।
গতকাল (রোববার) আফগানিস্তানের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, পারওয়ান প্রদেশের কারাগার থেকে নতুন করে ৩১৭ তালেবান বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে মোট মুক্তি দেয়া বন্দীর সংখ্যা দাঁড়াল ৪,৯১৭ জনে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি শুক্রবার তালেবানের আরো ৫০০ বন্দীকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছিলেন। তারই অংশ হিসেবে এই ৩১৭ বন্দিকে মুক্তি দেয়া হয় এবং এটি প্রকৃতপক্ষে আফগান সরকারের পক্ষে শুভেচ্ছার নিদর্শন।
ঈদের আগে তালেবান আকস্মিকভাবে তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা করে। এর বিপরীতে আফগান সরকার বন্দীদের মুক্তি দেয়ার ব্যবস্থা করে। খুব শিগগিরি আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে বলে কথা রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।