ইরানকে পরমাণু সমঝোতা স্থগিত রাখতে বাধ্য করেছে আমেরিকা: চীন
https://parstoday.ir/bn/news/world-i82525-ইরানকে_পরমাণু_সমঝোতা_স্থগিত_রাখতে_বাধ্য_করেছে_আমেরিকা_চীন
চীন বলেছে, ইরানকে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়নের কাজ স্থগিত রাখতে বাধ্য করার জন্য আমেরিকা সম্ভাব্য সবকিছু করেছে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ আজ (মঙ্গলবার) সকালে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ২৫, ২০২০ ১৪:৫৯ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানোভ
    মিখাইল উলিয়ানোভ

চীন বলেছে, ইরানকে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়নের কাজ স্থগিত রাখতে বাধ্য করার জন্য আমেরিকা সম্ভাব্য সবকিছু করেছে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ আজ (মঙ্গলবার) সকালে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরান যাতে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে এবং এক সময় এ সমঝোতা থেকে বেরিয়ে যায় সেজন্য মার্কিন সরকার সব রকম প্রচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, এটি একটি বাস্তবতা এবং এর পক্ষে সব দলিল-প্রমাণ প্রস্তুত রয়েছে।

উলিয়ানোভ আরেক টুইটার বার্তায় ইরানের বিরুদ্ধে ‘স্ন্যাপব্যাক’ ম্যাকানিজম চালুর করার প্রচেষ্টার জন্য আমেরিকার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ম্যাকানিজম নিরাপত্তা পরিষদের ক্ষতি করবে। তিনি বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা অনেক সময় পুরোপুরি বাস্তবায়িত না হলেও এর গ্রহণযোগ্যতা নষ্ট হয়নি। কিন্তু স্ন্যাপব্যাক ম্যাকানিজম জাতিসংঘের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে।

স্ন্যাপব্যাক ম্যাকানিজমে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের যেকোনো একটি দেশ এটি উত্থাপন করলেই ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। বাকি ৪ স্থায়ী সদস্যদেশ ভোটো ক্ষমতা প্রয়োগ করেও তা আটকাতে পারবে না। আমেরিকা ছাড়া অন্য স্থায়ী সদস্য দেশগুলো বলছে, এই ম্যাকানিজম চালু হলে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার গ্রহণযোগ্যতা নষ্ট হবে। #

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।