চীনে ভবন ধসে মৃত্যু ২৯, গুরুতর আহত ৭
(last modified Sun, 30 Aug 2020 13:22:32 GMT )
আগস্ট ৩০, ২০২০ ১৯:২২ Asia/Dhaka
  • চীনে ভবন ধসে মৃত্যু ২৯, গুরুতর আহত ৭

চীনের শানসি প্রদেশে একটি ভবন ধসে ২৯ জন নিহত ও সাত জন আহত হয়েছেন। আহত সাত জনের অবস্থাই গুরুতর। স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শানসির দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিয়ানফেন অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্থানীয় একটি রেস্তোরাঁয় জন্মদিনের উৎসব পালনের জন্য আত্মীয় ও গ্রামের মানুষজন একত্রিত হয়েছিলেন। এরপর আকস্মিক ওই রেস্তোরাঁ ধসে পড়ে। রেস্তোরাঁ ভবনটি দুই তলাবিশিষ্ট বলে জানা গেছে।

আজ (রোববার) সকালে উদ্ধারকাজ শেষ হয়েছে। এ সময় ওই ধ্বংসস্তূপ থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়।

শানসির প্রাদেশিক সরকার এ ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করেছে। এ তদন্ত দলটি ঘটনার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

স্থানীয় টিভি চ্যানেল সিজিটিএনের ওয়েবসাইটে দেখানো হয়েছে, ছাদ কেটে উদ্ধারকাজ চালানো হয়েছে। উদ্ধার কাজে প্রায় ৭০০ মানুষ যুক্ত ছিল।

গত মার্চ মাসে দেশটির কোয়ানঝো শহরে একটি হোটেল ধসে ২৯ জন নিহত ও ৪২ জন আহত হয়েছিল। আনুষ্ঠানিক এক তদন্তে দেখা গেছে, চারতলা ভবন নির্মাণের অনুমতি থাকলেও হোটেল মালিক আরও তিনতলা অবৈধভাবে নির্মাণ করেছিলেন।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ