রুশ নাগরিকদের সঙ্গে মার্কিন গুপ্তচর বিনিময়ের খবর নাকচ
(last modified Fri, 11 Sep 2020 01:23:18 GMT )
সেপ্টেম্বর ১১, ২০২০ ০৭:২৩ Asia/Dhaka
  • রাশিয়ায় আটক মার্কিন গুপ্তচর পল হোয়েলান
    রাশিয়ায় আটক মার্কিন গুপ্তচর পল হোয়েলান

রাশিয়া আমেরিকায় আটক তার দুই বন্দির মুক্তির বিনিময়ে আমেরিকার একজন গুপ্তচরকে ছেড়ে দেয়ার খবর প্রত্যাখ্যান করেছে। মার্কিন পত্রিকা নিউ ইয়র্কারে প্রকাশিত এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ।

তিনি বলেছেন, রাশিয়া কখনোই মার্কিন কারাগারে আটক দুই রুশ নাগরিক কনস্টান্টিন ইয়ারোশেঙ্কো ও ভিক্তোর বুতের মুক্তির বিনিময়ে মস্কোর হাতে আটক সাবেক মার্কিন নৌসেনা পল হোয়েলানকে মুক্তি দেয়ার প্রস্তাব তোলেনি।

রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ

মার্কিন ম্যাগাজিন নিউ ইয়র্কার সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিড্ন্টে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তহীনতায় হোয়েলানের মুক্তির বিষয়টি ঝুলে রয়েছে।আমেরিকায় আটক দুই রুশ বন্দির মুক্তির বিনিময়ে হোয়েলান মুক্তি পেতে পারে বলেও পত্রিকাটি আভাস দিয়েছে।

২০১৮ সালে রাশিয়া সফরে গিয়ে আটক হন সাবেক মার্কিন নৌসেনা হোয়েলান। রুশ নিরাপত্তা বাহিনী গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে তাকে আটক করে। ২০২০ সালের জুন মাস শেষদিকে মস্কোর একটি আদালত তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ