নির্বাচনের আগে গুলি কিনে রাখুন: ট্রাম্পের সমর্থকদের প্রতি মার্কিন কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/world-i83112-নির্বাচনের_আগে_গুলি_কিনে_রাখুন_ট্রাম্পের_সমর্থকদের_প্রতি_মার্কিন_কর্মকর্তা
মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের যোগাযোগ বিষয়ক শীর্ষ কর্মকর্তা মাইকেল ক্যাপুটো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদেরকে আগামী ৩ নভেম্বরের নির্বাচন অনুষ্ঠানের আগেই গুলি কিনে রাখার পরামর্শ দিয়েছেন। গত রোববার ফেইসবুক লাইভে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২০ ১৪:৫৯ Asia/Dhaka
  • মাইকেল ক্যাপুটো
    মাইকেল ক্যাপুটো

মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের যোগাযোগ বিষয়ক শীর্ষ কর্মকর্তা মাইকেল ক্যাপুটো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদেরকে আগামী ৩ নভেম্বরের নির্বাচন অনুষ্ঠানের আগেই গুলি কিনে রাখার পরামর্শ দিয়েছেন। গত রোববার ফেইসবুক লাইভে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।

ক্যাপুটো বলেন, “ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গুলি কিনে রাখা উচিত। যখন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে তখন ট্রাম্প ক্ষমতা ছাড়তে চাইবেন না আর তখনই শুরু হবে গোলাগুলি। আপনারা যদি বন্দুক ব্যবহার করেন তাহলে গোলাগুলি কিনে রাখুন; পরে গুলি পাওয়া কঠিন হবে।” ক্যাপুটোর বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

তিনি আরো বলেন, দেশেল বিজ্ঞানীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বাচনের আগেই গুরুত্বহীন করে তোলার চেষ্টা করছেন। ক্যাপুটো অভিযোগ করেন, বিজ্ঞানীরা দেশের কল্যাণ চান না যতক্ষণ পর্যন্ত না বাইডেন নির্বাচিত হচ্ছেন।#

পার্সটুডে/এসআইবি/১৬