ইরানবিরোধী ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি সফল হয়েছে: ওয়াশিংটনের দাবি
https://parstoday.ir/bn/news/world-i83202-ইরানবিরোধী_সর্বোচ্চ_চাপ’_প্রয়োগের_নীতি_সফল_হয়েছে_ওয়াশিংটনের_দাবি
ইরানের ওপর আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কারণে তেহরানের আঞ্চলিক তৎপরতা সীমিত হয়ে পড়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরতোগ্যাস শনিবার এক বিবৃতিতে এ দাবি করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২০ ০৬:৪৩ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরতোগ্যাস
    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরতোগ্যাস

ইরানের ওপর আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কারণে তেহরানের আঞ্চলিক তৎপরতা সীমিত হয়ে পড়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরতোগ্যাস শনিবার এক বিবৃতিতে এ দাবি করেন।

তিনি বলেন, আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সফল হয়েছে এবং এর ফলে পারস্য উপসাগরে ইরানের ‘উসকানিমূলক’ তৎপরতা সুস্পষ্টভাবে কমে গেছে। আমেরিকা ইরান অভিমুখী শত শত কোটি ডলার অর্থ আটকে দিতে পেরেছে বলেও দাবি করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

তিনি এমন সময় এ  দাবি করেন যখন বাস্তবতা প্রমাণ করছে, আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এদেশের মৌলিক নীতিতে কোনোা পরিবর্তন আসেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নেন এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প  সে সময় ঘোষণা দিয়েছিলেন, ইরানের ওপর ওয়াশিংটন ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করেছে যার ফলে ইরানি কর্মকর্তারা শিগগিরই মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হবে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সুষ্পষ্ট ভাষায় আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের আলোচনায় বসবে না ইরান।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।