নতুন প্রধানমন্ত্রীকে মেনে নিয়েছেন কিরগিজ প্রেসিডেন্ট তবে পদত্যাগ করবেন না
https://parstoday.ir/bn/news/world-i83869-নতুন_প্রধানমন্ত্রীকে_মেনে_নিয়েছেন_কিরগিজ_প্রেসিডেন্ট_তবে_পদত্যাগ_করবেন_না
কিরগিজিস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ দেশের জন্য নিয়োগকৃত নতুন প্রধানমন্ত্রীকে মেনে নিয়েছেন কিন্তু তিনি পদত্যাগ করতে চান নি। তিনি বলছেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না। দেশটিতে সম্প্রতি গণঅভ্যুত্থানের মুখে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য হন প্রেসিডেন্ট সুরনবাই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৫, ২০২০ ০৮:৪৫ Asia/Dhaka
  • কিরগিজিস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ
    কিরগিজিস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ

কিরগিজিস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ দেশের জন্য নিয়োগকৃত নতুন প্রধানমন্ত্রীকে মেনে নিয়েছেন কিন্তু তিনি পদত্যাগ করতে চান নি। তিনি বলছেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না। দেশটিতে সম্প্রতি গণঅভ্যুত্থানের মুখে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য হন প্রেসিডেন্ট সুরনবাই।

মধ্য এশিয়ার এ দেশটির সঙ্গে চীনের সীমান্ত এবং রাশিয়ার সঙ্গে বিশেষ মিত্রতা রয়েছে। গত ৪ অক্টোবর দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে সুরনবাই সমর্থিত রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু বিরোধীরা বলছে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এর এক পর্যায়ে বিক্ষোভকারীরা জাতীয় সংসদ ভবন এবং প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নেয়। এছাড়া, জাতীয়তাবাদী নেতা সাদির জাপারভককে কারাগারে আটক রাখা হলেও তাকে বিক্ষোভকারীরা মুক্ত করে।

সাদির জাপারভ

গত সপ্তাহে সুরনবাই পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার জাতীয় সংসদ জাপারভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় এবং সে নিয়োগ প্রেসিডেন্ট সুরনবাই মেনে নেন। কিন্তু তিনি পদত্যাগ করতে চাননি। এ অবস্থায় জাপারভক জনগণকে আশ্বস্ত করেছেন যে, তিনি সুরনবাইয়ের ওপরে চাপ অব্যাহত রাখবেন এবং তাকে পদত্যাগ করতে হবে। এ ব্যাপারে তিনি সুরনবাইয়ের সঙ্গে আজ (বৃহস্পতিবার) আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৫