সাইবার সিকিউরিটি প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
(last modified Wed, 18 Nov 2020 12:25:51 GMT )
নভেম্বর ১৮, ২০২০ ১৮:২৫ Asia/Dhaka
  • ক্রিস্টোফার ক্রেবস
    ক্রিস্টোফার ক্রেবস

সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করায় দেশটির সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি বা সিসা’র প্রধান ক্রিস্টোফার ক্রেবসকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলছেন, ভোটের স্বচ্ছতা নিয়ে ক্রিস্টোফার ক্রেবস মারাত্মক রকমের ত্রুটিপূর্ণ মন্তব্য করেছেন। এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারকে বরখাস্ত করেছেন। 

৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট জো বাইডেন। কিন্তু পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রমাণহীন বড় রকমের ভোট জালিয়াতির অভিযোগ করেছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত নন ক্রিস ক্রেবস। তার সংস্থা বলেছে, এবারের নির্বাচন মার্কিন ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন ছিল। আমেরিকার আরো বহু নির্বাচনী কর্মকর্তাও একই কথা বলছেন।

নির্বাচনের ফল মেনে নিতে ট্রাম্পকে অনুরোধ করেছেন রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশসহ অনেক রিপাবলিকান নেতা। কিন্তু ট্রাম্প এখনো প্রকাশ্যে নির্বাচনের ফলাফল মেনে নেন নি।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ