নির্বাচনের পর এখনও কথা বলেননি ট্রাম্প-বাইডেন
(last modified Wed, 25 Nov 2020 11:26:42 GMT )
নভেম্বর ২৫, ২০২০ ১৭:২৬ Asia/Dhaka
  • বাইডেন-ট্রাম্প
    বাইডেন-ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে আন্তরিক সাড়া পাওয়া গেছে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বাইডেন আরও বলেছেন, এখন পর্যন্ত হোয়াইট হাউজের পক্ষ দেখে রুষ্ট আচরণ দেখেননি এবং তা দেখতেও চান না।

এনবিসির নাইটলি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার কথা হয়নি।

তবে তিনি আশা করেন,ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াজনিত বিলম্বের প্রভাব তার সরকারের ওপর পড়বে না। তিনি আরও বলেন, এটি ধীরগতির সূচনা। তবে এটি হচ্ছে। আর দুই মাস বাকি আছে। কাজের গতি বজায় রাখার ব্যাপারে আমি খুব আশাবাদী।

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে শুরু থেকেই ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে সোমবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর ব্যাপারে আপত্তি প্রত্যাহার করেন ট্রাম্প। অবশ্য, এখনও তিনি পরাজয় মেনে নিতে রাজি নন। বার বারই দাবি করছেন যে, নির্বাচনে কারচুপি হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।