করোনার ভ্যাকসিন তৈরিতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা করছে ইরান
https://parstoday.ir/bn/news/world-i84910-করোনার_ভ্যাকসিন_তৈরিতে_রাশিয়ার_সঙ্গে_সহযোগিতা_করছে_ইরান
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা করছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ২৬, ২০২০ ১৬:৪৬ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা করছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।

রুশ সংবাদ সংস্থা রিয়া নোভস্তি'র সঙ্গে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ইরানের সরকারি কর্মকর্তারা ও বিশেষজ্ঞরা ভ্যাকসিন পেতে রুশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

রাশিয়ার যেসব কোম্পানি টিকা তৈরি করছে তাদের সঙ্গে ইরানিদের সহযোগিতা রয়েছে বলে তিনি জানান। তবে রাশিয়ার ঠিক কোন কোম্পানির সঙ্গে ইরান সহযোগিতা করছে তা জানাননি মুখপাত্র।

সিমা সাদাত লারি বলেন, বর্তমানে ইরানের চারটি কোম্পানি করোনার টিকা তৈরির বিষয়ে কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও টিকা তৈরির বিভিন্ন পর্যায় সম্পর্কে অবহিত করা হচ্ছে।

এর আগে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছিলেন, মস্কোর সঙ্গে কোভিড-১৯ টিকা ইস্যুতে সহযোগিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ তেহরান। ইরানে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় শতাধিক শহরে লক ডাউন বাস্তবায়ন করা হচ্ছে। গতকালও ইরানে ৪৬৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।