মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে শর্ত দিল চীন
https://parstoday.ir/bn/news/world-i85036-মার্কিন_নেতৃত্বাধীন_ন্যাটো_জোটের_সঙ্গে_আলোচনায়_বসতে_শর্ত_দিল_চীন
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে আলোচনায় বসার জন্য শর্ত দিয়েছে চীন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০২, ২০২০ ০৬:১৬ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে আলোচনায় বসার জন্য শর্ত দিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো যদি চীনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সততার পরিচয় দেয় তবে এই সংস্থার সঙ্গে বেইজিং-এর আলোচনা হতে পারে।

হুয়া চুনিং বলেন, চীনের সঙ্গে আলোচনায় বসতে হলে ন্যাটোকে নিজের অবস্থান সঠিকভাবে তুলে ধরতে হবে এবং বেইজিং-এর আস্থা অর্জন করতে হবে। পশ্চিমা কোনো কোনো গণমাধ্যম চীনের সঙ্গে বিদ্বেষী সম্পর্কের ইতি টেনে ন্যাটো জোটকে বেইজিং-এর সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করলেন।

জেন্স স্টলটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো চীনকে ইউরোপের জন্য হুমকি বলে মনে করে এবং ক্রমেই ইউরোপ সীমান্তের দিকে চীনের এগিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন।

ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ গত জুন মাসে জার্মান দৈনিক দি ওয়েলতকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ন্যাটো জোটের সবগুলো দেশকে ঐক্যবদ্ধভাবে চীনের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি দাবি করেন, চীন পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে যা ইউরোপের নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।