ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঁচটি প্রস্তাব গৃহীত
https://parstoday.ir/bn/news/world-i85070-ইহুদিবাদী_ইসরাইলের_বিরুদ্ধে_জাতিসংঘ_সাধারণ_পরিষদে_পাঁচটি_প্রস্তাব_গৃহীত
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঁচটি প্রস্তাব গৃহীত হয়েছে। এরমধ্যে গতকাল (বুধবার) অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের সার্বভৌমত্ব দাবির বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২০ ১৮:১৫ Asia/Dhaka
  • জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইল-বিরোধী প্রস্তাব পাস  (ফাইল ফটো)
    জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইল-বিরোধী প্রস্তাব পাস (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঁচটি প্রস্তাব গৃহীত হয়েছে। এরমধ্যে গতকাল (বুধবার) অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের সার্বভৌমত্ব দাবির বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে।

১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলানের একটি অংশ দখল করে নেয় ইসরাইল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তা মেনে নেয় নি।

গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবনার পক্ষে ভোট পড়ে ৮৮টি এবং বিপক্ষে ভোট পড়ে ৯টি। ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রস্তাবে অধিকৃত মালভূমি থেকে ইসরাইলের সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

আরেকটি প্রস্তাবে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে যার পক্ষে ১৪৫টি ভোট পড়ে। এ প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে মাত্র সাতটি এবং ৯টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রস্তাবে ১৯৬৭ সালের আগের সীমানায় ইসরাইলি সেনাদেরকে ফিরিয়ে নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অন্য তিনটি প্রস্তাবে ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘ কমিটির কাজ করার বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩