ইরানের পরমাণু সমঝোতা যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে: রাশিয়া
(last modified Sun, 13 Dec 2020 00:29:30 GMT )
ডিসেম্বর ১৩, ২০২০ ০৬:২৯ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা কোনো ধরনের পুনর্মূল্যায়ন ছাড়া যেভাবে আছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে। এ বক্তব্যের মাধ্যমে তিনি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস ও আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের এ সংক্রান্ত বক্তব্যের বিপরীতে অবস্থান নিলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী গতকাল (শনিবার) ইরানের বার্তা সংস্থা ইরনা ও আইআরআইবি’কে দেয়া এক যৌথ সাক্ষাৎকারে বলেন, “যেসব দেশ ইরানের পরমাণু সমঝোতায় অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করতে চায় আমরা তাদেরকে সমর্থন করি না। পরমাণু সমঝোতাকে পুনর্মূল্যায়ন করার বা তাতে অন্য কোনো বিষয় ঢোকানো উচিত হবে না।”

সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছিলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার চেয়ে বিস্তৃত চুক্তি সই করতে হবে যেখানে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করা যায়। এছাড়া, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করলেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এই সমঝোতার অন্তর্ভুক্ত করার প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে তিনি এই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরান পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অন্য কারো সঙ্গে কোনো আলোচনা হবে না।

রাশিয়া পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে এবং তেহরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞারও সমালোচনা করেছে।  রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, “আমরা ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের একতরফা নিষেধাজ্ঞা মানি না বরং ইরান যেসব পদক্ষেপ নিয়েছে সেসবের প্রতি সমর্থন জানাই।”#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ