‘উন্মাদ’ পম্পেও রাজনৈতিক জীবনের শেষ দিনগুলো অতিক্রম করছেন: মাদুরো
(last modified Sun, 20 Dec 2020 00:41:10 GMT )
ডিসেম্বর ২০, ২০২০ ০৬:৪১ Asia/Dhaka
  • ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের নির্বাচনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হচ্ছেন এমন একজন উন্মাদ যিনি তার তল্পিতল্পা গুটিয়ে নিজের রাজনৈতিক জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করছেন।

মাদুরো গতকাল (শনিবার) ভেনিজুয়েলার বিদায়ী পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়া উপলক্ষে এক বক্তব্যে এ মন্তব্য করেন।ভেনিজুয়েলার সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে মাইক পম্পেও ওই নিষেধাজ্ঞা আরোপের খবর দিয়েছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ কর্মকাণ্ডকে ‘অপরিণামদর্শী’ আখ্যায়িত করে বলেন, বিচার-বিবেচনাহীন কাজকর্ম করার কারণেই গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় বরণ করতে হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ