ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেফতারের হুমকি ট্রাম্পের, লস অ্যাঞ্জেলসে সাংবাদিকদের ওপর গুলি
-
লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভ দমাতে ন্যাশনাল গার্ড মোতায়েন
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী কঠোর নীতির প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে চলমান বিক্ষোভের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামকে গ্রেফতারের হুমকি দিয়েছেন।
ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, “যদি আমি ফেডারেল সীমান্ত কর্মকর্তার (টম হোম্যান) জায়গায় থাকতাম, তবে নিশ্চয়ই তাকে (নিউসামকে) গ্রেফতার করতাম। আমি মনে করি এটা দারুণ একটা কাজ হবে।”
এর আগে গভর্নর নিউসাম বলেছিলেন, “টম হোম্যান যদি সাহসী হন, তাহলে আমাকে গ্রেফতার করুক।” এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সরাসরি তাকে গ্রেফতারের আহ্বান জানান।
আমেরিকায় এমন দিন আশা করিনি: নিউসামের প্রতিক্রিয়া
গভর্নর গ্যাভিন নিউসাম এক প্রতিক্রিয়ায় বলেন, “মার্কিন প্রেসিডেন্ট এখন একজন কর্মরত গভর্নরকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন — এমন একটি দিন আমি কখনোই এ দেশে দেখতে চাইনি। আমরা জাতি হিসেবে এমন একটি রেখা অতিক্রম করতে পারি না। এটি স্বৈরতন্ত্রের স্পষ্ট পদক্ষেপ।”
লস অ্যাঞ্জেলসে সেনা মোতায়েন, তীব্র প্রতিক্রিয়া
অপরদিকে, চলমান সহিংসতা দমনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) ঘোষণা করেছে যে, ৭০০ মার্কিন নৌবাহিনীর (মারিন) সদস্যকে লস অ্যাঞ্জেলসে মোতায়েন করা হয়েছে। তারা মূলত ফেডারেল কর্মী ও স্থাপনাসমূহের সুরক্ষায় কাজ করবেন বলে জানানো হয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে মামলার ঘোষণা
“সিএনএন” জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত 'মাঠপর্যায়ের বাস্তবতা উপেক্ষা করে উত্তেজনা উসকে দেওয়ার শামিল'। তাঁর মতে, এই সিদ্ধান্ত ফেডারেল ক্ষমতার সীমা লঙ্ঘন এবং মার্কিন সংবিধানের দশম সংশোধনী লঙ্ঘন করে।
লস অ্যাঞ্জেলসকে পরীক্ষাগার বানাচ্ছে ট্রাম্প প্রশাসন: মেয়র
লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস “গার্ডিয়ান” পত্রিকাকে জানান, ট্রাম্প প্রশাসন শহরটিকে একটি “পরীক্ষাগার” হিসেবে ব্যবহার করছে, যার মাধ্যমে ফেডারেল সরকার স্থানীয় ও অঙ্গরাজ্য সরকারের ওপর কর্তৃত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, ট্রাম্পের ফাঁদে পা দেবেন না।” এক্স (প্রাক্তন টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি আরও লিখেছেন: “ট্রাম্প কোনও সংকট উত্তরাধিকারসূত্রে পাননি, বরং তিনিই সংকট তৈরি করেছেন।”
সাবেক সেনা কর্মকর্তাদের হুঁশিয়ারি
সাবেক মার্কিন সেনা কর্মকর্তারা “গার্ডিয়ান”কে জানান, ফেডারেল নিয়ন্ত্রণে দুই হাজার সেনা রাস্তায় নামানো সেনাবাহিনীর অরাজনৈতিক অবস্থানকে লঙ্ঘন করে। এটি সামরিক শপথ ও দায়িত্ববোধের বিরোধী।
আন্তর্জাতিক সাংবাদিকদের ওপর পুলিশের সহিংসতা
“এনবিসি” জানায়, লস অ্যাঞ্জেলসে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় পুলিশের নন-লেথাল (অপ্রাণঘাতী) গুলিতে আহত হয়েছেন অন্তত দুইজন আন্তর্জাতিক সাংবাদিক তারা হলেন- ব্রিটিশ আলোকচিত্রী নিক স্টার্ন এবং অস্ট্রেলীয় সাংবাদিক লরেন টোমাসি। বিক্ষোভের খবর সংগ্রহের সময়ই তারা পুলিশের টার্গেটে পরিণত হন।#
পার্সটুডে/এমএআর/১০