আফগানিস্তানে এমপি'র গাড়িবহরে বোমা হামলা; নিহত ৯
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গাড়িবোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আজকের এই হামলায় দেশটির পার্লামেন্টের এক সদস্যসহ ১৫ জনের বেশি আহত হয়েছেন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে নারী ও শিশুর পাশাপাশি বয়স্করাও রয়েছেন। মুখপাত্র বলেন, সন্ত্রাসীরা কাবুল শহরে হামলা চালিয়েছে।
পার্লামেন্টের সদস্য খান মোহাম্মদ ওয়ারদাকের গাড়ির বহর কাবুলের কোশাল খান এলাকার একটি মোড় অতিক্রমের সময় এই বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে আশেপাশের বেসামরিক গাড়িতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে কাছের ভবন ও দোকানপাট।
নিরাপত্তা সূত্র বলেছে, এটা খুবই শক্তিশালী বিস্ফোরণ ছিল। বিস্ফোরণে আশপাশের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, অন্তত দুটি গাড়িতে আগুন জ্বলছে। এখন পর্যন্ত এই হামলার দায় কোনও সংগঠনের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।