মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপিত
https://parstoday.ir/bn/news/world-i85970-মার্কিন_কংগ্রেসে_প্রেসিডেন্ট_ট্রাম্পকে_ইমপিচ_করার_প্রস্তাব_উত্থাপিত
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপন করেছেন।ট্রাম্পের ক্ষমতার মাত্র ৯ দিন বাকি থাকতে আমেরিকার স্থানীয় সময় সোমবার সকালে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে 'অভ্যুত্থানে প্ররোচনা' দেয়ার অভিযোগ আনা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১২, ২০২১ ০৬:৫৬ Asia/Dhaka
  • মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপিত

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব উত্থাপন করেছেন।ট্রাম্পের ক্ষমতার মাত্র ৯ দিন বাকি থাকতে আমেরিকার স্থানীয় সময় সোমবার সকালে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে 'অভ্যুত্থানে প্ররোচনা' দেয়ার অভিযোগ আনা হয়েছে।

যদি ইমপিচমেন্টের এ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগিয়ে যায়, তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু'বার ইমপিচ হওয়া একমাত্র প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল ভবনের ভেতরে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকরা ভয়াবহ সহিংসতা চালানোর পর ট্রাম্পকে ইমপিচ করার জোরালো দাবি ওঠে। প্রতিনিধি পরিষদে ইমপিচমেন্টের বিল পাস হওয়ার পর এটিকে কংগ্রেসের উচ্চকক্ষ- সিনেটে পাঠাতে হবে।

ক্যাপিটল ভবনের ভেতরে এ দৃশ্য নজিরবিহীন

প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে হলে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। কিন্তু সিনেটে এই মুহূর্তে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ বলে সেখানে দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে; যদিও রিপাবলিকানদেরও অনেকেই ক্যাপিটল ভবনের ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তার সমর্থকদের উস্কে দেয়ার অভিযোগ করেছেন।

এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরেও ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে  ট্রাম্পকে ইমপিচ করা হয়েছিল। সে সময় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু প্রতিনিধি পরিষদ ইমপিচ করলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে সে যাত্রায় রক্ষা পান ট্রাম্প।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।