ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর উদ্ভট অভিযোগ
(last modified Mon, 18 Jan 2021 00:55:47 GMT )
জানুয়ারি ১৮, ২০২১ ০৬:৫৫ Asia/Dhaka
  • ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ
    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ করার যে নীতি গ্রহণ করেছিলেন তা কার্যত ব্যর্থ হয়েছে। তিনি শনিবার স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের এই নীতি বন্ধ করতে হবে কারণ, ইরান তার ভাষায় পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের পথে রয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য তেহরান ও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। তিনি দাবি করেন, শুধুমাত্র দু’পক্ষের পরমাণু সমঝোতায় ফিরে আসাই যথেষ্ট নয় সেইসঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ’ নিয়েও আলোচনায় বসতে হবে।

এদিকে তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি শনিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে ইরানকে তার পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে। ইরান তার পারমাণবিক চুল্লির জন্য ধাতব ইউরেনিয়াম তৈরির প্রস্তুতি নিচ্ছে বলে যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে এসব দেশ উদ্বেগ প্রকাশ করে।

ইরানের একটি পরমাণু স্থাপনার ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্র সেন্ট্রিফিউজের সারি (ফাইল ছবি)

সম্প্রতি ইরান শতকরা ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করার পর পশ্চিমা দেশগুলো তেহরানকে পরমাণু সমঝোতায় ফেরার জন্য ব্যাপক চাপ দিয়ে যাচ্ছে। এমন সময় ইউরোপীয়রা এ চাপ সৃষ্টি করছে যখন এসব দেশ পরমাণু সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চরম ব্যর্থতার পরিচয় দেয়ার পর তেহরানও একই পথে হেঁটেছে।

ইরান বলছে, প্রতিপক্ষ এ সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হলে এটির ২৬ ও ৩৬ নম্বর ধারায় এ সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার সুযোগ দেয়া হয়েছে। ইরান স্পষ্ট করে বলেছে, দেশটির ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি আবার বাস্তবায়ন করতে শুরু করবে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ