পরমাণু সমঝোতা ইস্যু নিয়ে ইউরোপীয়দের সঙ্গে আমেরিকার আলোচনা
(last modified Sat, 06 Feb 2021 04:32:18 GMT )
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১০:৩২ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিংকেন
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিংকেন

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিংকেন।

গতকাল (শুক্রবার) এক টুইটার পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য-ইভস লা দ্রিয়া একথা জানিয়েছেন। তিনি বলেন, “আমরা একসাথে ইরানকে মোকাবেলা এবং পরমাণু ও নিরাপত্তার চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।” 

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস কোনো মন্তব্য করতে রাজি হন নি তবে তিনি শুধু বলেছেন ‘আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে আমরা ইরানের বিষয়টি নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছি।’ 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে চেষ্টা করছে। এরইমধ্যে বাইডেন বলেছেন, ইরান যদি পূর্ণমাত্রায় সহযোগিতার পথে ফিরে আসে তাহলে আমেরিকাও পরমাণু সমঝোতায় ফিরে আসবে। তবে ইরান বারবার বলছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে আমেরিকা এবং ফিরে আসার জন্য তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। এজন্য সবার আগে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/৬

ট্যাগ