মিয়ানমারে বন্ধ হয়ে গেছে ইন্টারনেট সেবা
মিয়ানমারে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সামরিক সরকারের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে।
নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরির তথ্যমতে, প্রায় পুরো ইন্টারনেট সেবাই বন্ধ হয়ে গেছে। অন্যান্য সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর আগে বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম। সেনা অভ্যুত্থানের বিরোধিতা করে দেশটিতে আজ (শনিবার) বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভ দমাতে মিয়ানমার সরকার ইন্টারনেট বন্ধ রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মিয়ানমারে ফেসবুক বন্ধ করা হয়। ফেইসবুকের মাধ্যমে আন্দোলন ও বিক্ষোভের আহ্বান ছড়িয়ে পড়ছিল।
শুক্রবার রাত ১০টার দিকে টুইটার ও ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়ার নির্দেশ আসে।
তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। গত সোমবার মিয়ানমারে অভ্যুত্থান করে দেশটির সেনাবাহিনী।
সু চির নেতৃত্বাধীন এনএলডির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা নেয় তারা। সেনা কর্তৃপক্ষ দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে। সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে মামলা করা হয়েছে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।