ইরান-আমেরিকা দ্বন্দ্বে নিষ্ক্রিয় মনোভাব বাদ দিন:  ইইউ-কে থিঙ্ক ট্যাংক 
(last modified Wed, 17 Feb 2021 06:00:02 GMT )
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১২:০০ Asia/Dhaka
  • নিস্ক্রিয় ভূমিকায় ইউরোপীয় ইউনিয়ন
    নিস্ক্রিয় ভূমিকায় ইউরোপীয় ইউনিয়ন

পরমাণু সমঝোতা ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যকার নিষ্ক্রিয় মনোভাব দূর করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাসেলস-ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলছে, নিষ্ক্রিয় ভূমিকার পরিবর্তে বরং ইউরোপীয় ইউনিয়নের উচিত- এক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করা যাতে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করা যায়।

‘দি কার্নেগি ইউরোপ’ নামের গবেষণা প্রতিষ্ঠানটি আরো বলেছে, ইরান এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব মীমাংসার ক্ষেত্রে ইউরোপ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শের ভিত্তিতে কাজটি করতে তবে কারো আদেশ-নির্দেশে নয়। ইউরোপ নিজেকে লুকিয়ে রাখতে পারে না, তার হাতে নষ্ট করার মতো সময় কমই আছে। 

ইরানের একটি পরমাণু স্থাপনা

ইরান যখন আগামী ২১ ফেব্রুয়ারি থেকে পরমাণু সমঝোতার বাড়তি প্রটোকল বাস্তবায়ন বন্ধ করে দেবে বলে ঘোষণা দিয়েছে তখন ব্রাসেলস-ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠান এমন মন্তব্য করলো। বাড়তি প্রটোকল বন্ধ করে দিলে আইএইএ’র প্রতিনিধিদল ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ