মার্কিন নির্বাচনে পুতিনের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করলো রাশিয়া
(last modified Wed, 17 Mar 2021 14:07:26 GMT )
মার্চ ১৭, ২০২১ ২০:০৭ Asia/Dhaka
  • রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন

২০২০ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের চেষ্টা করেছেন বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে মস্কো তা নাকচ করে দিয়েছে। ওয়াশিংটন মস্কোর ভাবমর্যাদা বিনষ্ট করার চেষ্টা করছে বলেও মন্তব্য করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় থেকে ১৫ পৃষ্ঠার গোপন রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালানোর জন্য পুতিনকে সরাসরি দায়ী করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা পাইয়ে দিতে পুতিন এই হস্তক্ষেপের চেষ্টা করেন।

আমেরিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এ সম্পর্কে বলেছে, নিজেদের সমস্যা অন্যের কাঁধে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। রিপোর্টকে রুশ দূতাবাস ভিত্তিহীন বলে মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে নি ওয়াশিংটন।

রুশ দূতাবাস আরো বলেছে, রাশিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ন করার জন্য ওয়াশিংটন ‘মেগাফোন ডিপ্লোম্যাসি’ অব্যাহত রেখেছে। আমেরিকার এই তৎপরতা দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে না।#

পার্সটুডে/এসআইবি/১৭