‘পশ্চিমা দেশগুলোর বিদ্বেষী নীতির মোকাবিলা করবে সিরিয়া ও ভেনিজুয়েলা’
(last modified Fri, 26 Mar 2021 23:52:12 GMT )
মার্চ ২৭, ২০২১ ০৫:৫২ Asia/Dhaka
  • ভেনিজুয়ালার পররাষ্ট্রমন্ত্রী জোর্গে অ্যারিয়াজা
    ভেনিজুয়ালার পররাষ্ট্রমন্ত্রী জোর্গে অ্যারিয়াজা

সিরিয়া ও ভেনিজুয়েলার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলা করার লক্ষ্যে অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে দামেস্ক ও কারাকাস।

শুক্রবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ ও ভেনিজুয়ালার পররাষ্ট্রমন্ত্রী জোর্গে অ্যারিয়াজা এক টেলিফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা বিদ্বেষী নীতির মোকাবিলায় পরস্পরকে সহযোগিতা করার আশ্বাস দেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ

দুই শীর্ষ কূটনীতিক রাজনৈতিকভাবে তাদের মতাদর্শের মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ রুখে দিতে তাদের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক জোট গঠন করা জরুরি।

টেলিফোনালাপে অ্যারিয়াজা গত ১০ বছর ধরে বিদেশি মদদে চাপিয়ে দেয়া সহিংসতার বিরুদ্ধে সিরিয়া সরকারের যুদ্ধের প্রতি সমর্থন জানান।  অন্যদিকে ভেনিজুয়েলায় বিদেশি ষড়যন্ত্র বিশেষ করে মার্কিন ষড়যন্ত্র রুখে দেয়ায় কারাকাস সরকারের প্রশংসা করেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ