রাশিয়ার কয়েকজন কূটনীতিককে বহিস্কার করতে পারে আমেরিকা: ব্লুমবার্গ
https://parstoday.ir/bn/news/world-i89810
মার্কিন সরকার রাশিয়ার কয়েকজন কূটনীতিককে বহিস্কার ও মস্কোর ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে। মার্কিন নিউজ চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ ও ‘সোলার উইন্ডস’ ওয়েবসাইট হ্যাক করার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে ওয়াশিংটনের তদন্ত শেষ হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ০৯, ২০২১ ০৫:৪২ Asia/Dhaka
  • রাশিয়ার কয়েকজন কূটনীতিককে বহিস্কার করতে পারে আমেরিকা: ব্লুমবার্গ

মার্কিন সরকার রাশিয়ার কয়েকজন কূটনীতিককে বহিস্কার ও মস্কোর ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে। মার্কিন নিউজ চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ ও ‘সোলার উইন্ডস’ ওয়েবসাইট হ্যাক করার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে ওয়াশিংটনের তদন্ত শেষ হয়েছে।

তদন্তে ওয়াশিংটনের কাছে এটা স্পষ্ট হয়েছে যে, দু’টি ঘটনায়ই রাশিয়া জড়িত ছিল। এ কারণে মার্কিন সরকার হয়তো শিগগিরই পাল্টা ব্যবস্থা নেবে এবং তা অচিরেই ঘোষণা করবে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ একথা জানিয়েছে।

নিউজ চ্যানেলটি বলেছে, যেসব মার্কিন গোয়েন্দা কর্মকর্তা কূটনীতিকের ছদ্মবেশে আমেরিকায় রুশ মিশনগুলোতে কর্মরত রয়েছেন তাদেরকে বহিস্কার করা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার উপদেষ্টারা এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন বলে ব্লুমবার্গ দাবি করেছে।  

রাশিয়া সব সময় মার্কিন নির্বাচনের পাশাপাশি আমেরিকায় সাইবার হামলায় মস্কোর হাত থাকার বিষয়টি অস্বীকার করে এসেছে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।