এপ্রিল ১২, ২০২১ ১৯:১৯ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে কোরেশি (বামে) ও হেইকো মাস
    সংবাদ সম্মেলনে কোরেশি (বামে) ও হেইকো মাস

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল সে বিষয়ে একতরফা দৃষ্টিভঙ্গি পোষণ করা অর্থহীন এবং এতে কোনো ভালো ফলাফল বেরিয়ে আসবে না। তিনি এই সমঝোতাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন।

জার্মানির রাজধানী বার্লিনে আজ (সোমবার) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের নিকটতম প্রতিবেশী দেশ পাকিস্তান এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা দেখতে চায়।

এক প্রশ্নের জবাবে মেহমুদ কোরেশি বলেন, পরমাণু সমঝোতাকে পাকিস্তান ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করে এবং কোনো পক্ষ একতরফাভাবে এ থেকে বেরিয়ে যাওয়া সমঝোতার জন্য মোটেই শুভ লক্ষণ নয়।

সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী জার্মানির সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করা, আফগানিস্তানের উন্নয়ন, ভারতের সঙ্গে উত্তেজনা কমানো এবং করোনাভাইরাস প্রসঙ্গ-সহ নানা ইস্যুতে কথা বলেন।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ