ইরানের বুশেহর পরমাণু স্থাপনার কাজ বন্ধ করা সম্ভব নয়: রাশিয়া
(last modified Tue, 13 Apr 2021 23:03:51 GMT )
এপ্রিল ১৪, ২০২১ ০৫:০৩ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনার কাজ বন্ধ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তিনি আরো বলেছেন, রাশিয়ার সহযোগতিায় এই স্থাপনার দুই ও তিন নম্বর ব্লকের নির্মাণ কাজ অব্যাহত থাকবে।

তিনি মঙ্গলবার (১৩ এপ্রিল) মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, “বিভিন্ন স্তরে এই দুই ব্লকের নির্মাণ কাজ চলছে এবং গণমাধ্যমে নির্মাণ কাজ বন্ধ হওয়ার যে খবর বেরিয়েছে তা কল্পনাপ্রসুত ও ভিত্তিহীন।  এই স্থাপনার স্বাভাবিক কাজের গতি স্থবির হওয়ার কোনো সুযোগ নেই।

বুশেহর পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা (ফাইল ছবি)

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনার এক নম্বর ব্লক থেকে গত প্রায় ১০ বছর ধরে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।  বর্তমানে রাশিয়ার সহযোগিতায় এটির দুই ও তিন নম্বর ব্লকের নির্মাণ কাজ চলছে এবং এই দুই ব্লক থেকে আরো ২,১০০ মেগাওয়াট বিদ্যুৎ ইরানের জাতীয় গ্রিডে যুক্ত হবে।

এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির এক নম্বর ব্লক ২০১১ সালের সেপ্টেম্বরে ইরানের জাতীয় গ্রিডে যুক্ত হয়। ২০১৩ সালের সেপ্টেম্বরে এটি ইরানের কাছে হস্তান্তর করে রাশিয়া।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ