লন্ডনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে লকডাউন-বিরোধী বিক্ষোভ সমাবেশ
ব্রিটেনের রাজধানী লন্ডনের মধ্যাঞ্চলে বিধি-নিষেধ উপেক্ষা করে কয়েক হাজার মানুষ লকডাউন বিরোধী বিক্ষোভ-সমাবেশে করেছেন। গতকাল (শনিবার) এই বিক্ষোভ সমাবেশ হয়।
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির কারণে লন্ডনে এ ধরনের সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ব্রিটিশ সরকার। কিন্তু তা উপেক্ষা করেই ‘ইউনাইট ফর ফ্রিডম’ নামের একটি সংগঠন বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে।
বিক্ষাভকারীরা করোনাভাইরাসের জন্য দেয়া লকডাউনকে অপ্রয়োজনীয় মনে করছেন। পাশাপাশি তারা একে মানবাধিকারের লঙ্ঘন বলেও উল্লেখ করেন। বিক্ষোভকারীরা টিকাদান, মাস্ক পরা এবং কথিত হেলথ পাসপোর্টেরও বিরোধিতা করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, দশ হাজার মানুষ এই বিক্ষোভে যোগ দিয়েছেন তবে লন্ডন মেট্রোপলিটান পুলিশ এ সংখ্যা নিশ্চিত করে নি।
মিছিল সমাবেশে বিক্ষোভকারীরা ‘স্বাধীনতা’ স্বাধীনতা বলে স্লোগান দিতে থাকেন। এছাড়া, লোকজনকে মাস্ক খুলে ফেলার আহ্বান জানান। সমাবেশে যোগ দেয়া লোকজনের বেশিরভাগেরই মুখে মাস্ক ছিল না। বিধি নিষেধা উপেক্ষা করার কারণে সমাবেশ থেকে কাউকে গ্রেফতার করা হয় নি।#
পার্সটুডে/এসআইবি/২৫