যুদ্ধ-রোবটের গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া 
(last modified Sun, 23 May 2021 15:07:37 GMT )
মে ২৩, ২০২১ ২১:০৭ Asia/Dhaka
  • ইউরান-৯
    ইউরান-৯

রাশিয়া বলেছে, তার সামরিক বাহিনীকে শিগগিরই অটোনমাস ওয়ার রোবটে সজ্জিত করা হবে। এসব রোবট যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে স্বাধীনভাবে লড়াই করতে পারে। 

গতকাল (শনিবার) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, উচ্চ-প্রযুক্তির সামরিকযান যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে যুদ্ধ করতে পারে। এই রোবটের গণ উৎপাদন শুরু হচ্ছে এবং সামরিক বাহিনীতে যুক্ত করা হবে। তিনি বলেন, এটি কোনো পরীক্ষামূলক পদক্ষেপ নয়। এই রোবটকে সের্গেই শোইগু ভবিষ্যতের অস্ত্র বলে আখ্যা দেন। 

রাশিয়া এরইমধ্যে ইউরান-৯ সহ বেশ কিছু স্বাধীন ও আধা-স্বাধীন মেশিন তৈরি করেছে যা রোবটিক অস্ত্র হিসেবে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এ অস্ত্র হচ্ছে ছোট ট্যাংকের মতো দেখতে যাতে রয়েছে ৩০ মিলিমিটারের কামান, কয়েকটি আগুনের গোলা ছোঁড়ার যন্ত্র ও চারটি গাইডেড এন্টি-ট্যাংক মিসাইল রয়েছে। 

যুদ্ধক্ষেত্রে এ অস্ত্র শত্রুপক্ষের ওপর নজরদারি করতে পারে এবং গোলাগুলিতে সমর্থন দিতে পারে। এজন্য নিজের পক্ষের সেনাদের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হবে।#  

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ