ইরান-আজারবাইজান যৌথ উদ্যোগে নির্মিত গাড়ি দৃষ্টি আকর্ষণ করেছে আজারি প্রেসিডেন্টের
https://parstoday.ir/bn/news/world-i94624-ইরান_আজারবাইজান_যৌথ_উদ্যোগে_নির্মিত_গাড়ি_দৃষ্টি_আকর্ষণ_করেছে_আজারি_প্রেসিডেন্টের
ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত গাড়ি ‘খাযার’ আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দৃষ্টি আকর্ষণ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২১ ১৮:২৭ Asia/Dhaka
  • যৌথ উদ্যোগে নির্মিত গাড়িতে আলীয়েভ
    যৌথ উদ্যোগে নির্মিত গাড়িতে আলীয়েভ

ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত গাড়ি ‘খাযার’ আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দৃষ্টি আকর্ষণ করেছে।

তিনি আজ (বৃহস্পতিবার) এক অনুষ্ঠানে ঐ গাড়িতে চালকের আসনে বসেন ও নিজেই গাড়িটি চালান। এ সময় তিনি  ইরানের সঙ্গে শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

তিনি যৌথ উদ্যোগে নির্মিত গাড়ি সম্পর্কে বিশদ খোঁজ-খবর নেন এবং কারিগরি দিক নিয়েও কথা বলেন। আর্মেনিয়ার সঙ্গে কারাবাখ যুদ্ধে আহত যোদ্ধাদের ‘খাযার’ গাড়ি উপহার হিসেবে দেওয়া হয়েছে। এ সময়ই প্রেসিডেন্টের ঐ গাড়ির প্রতি দৃষ্টি আকৃষ্ট হয়।

ইরানের গাড়ি নির্মাণ কোম্পানি ‘ইরানখোদরু’ ও আজারবাইজানের কোম্পানি ‘অজারমাশ’ বাকুর দক্ষিণের এক শিল্প উপশহরে ২০০৬ সাল থেকে যৌথ উদ্যোগে গাড়ি নির্মাণের প্রকল্প শুরু করে।

২০১৮ সালে মার্চে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আজারবাইজান সফরের সময় এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ঐ প্রকল্পে ইরানের ২৫ শতাংশ শেয়ার রয়েছে।

আজারবাইজান হচ্ছে ইরানের একটি মুসলিম প্রতিবেশী দেশ।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।